ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চান জামাল

মালে, ৩০ সেপ্টেম্বর- সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শুক্রবার। এবার আসরটি গ্রুপ পর্ব নয়, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হতে যাচ্ছে। অংশগ্রহণকারী ৫টি দেশ নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। এর পর শীর্ষ দুটি দল মুখোমুখি হবে ফাইনালে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাই প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে চাইছেন লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

মালেতে প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী শোনা গেলো জামাল ভূঁইয়ার কণ্ঠ। সেখানে গিয়েও প্রবাসী বাংলাদেশিদের দেখা পাওয়ায় বাড়তি প্রেরণা পাচ্ছেন তিনি, ‘আমরা সবাই উজ্জীবিত আছি। প্রবাসীরা এখানে আছেন। এটা বাড়তি অনুপ্রেরণা। তারা আমাদের অনুশীলন দেখেছে। আশা করছি, ভালো কিছু দিতে পারবো। ৯০ মিনিট পজিটিভ ফুটবল খেলবো।’

বাংলাদেশের কাছে সাফে শুরুর ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। জামাল সেটা মনে করিয়ে দিলেন আবারও, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তিন পয়েন্টের জন্য আমরা মাঠে নামবো। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই ইতিবাচক ফলের জন্য মাঠে নামবো। আশা করছি, ভালো ম্যাচ উপহার দিতে পারবো। আমাদের লক্ষ্য সেটাই।’

ভালো শুরু পেতে চাইলেও বাংলাদেশ দলে দক্ষ স্ট্রাইকারের সংকট রয়েছে। এই সমস্যা দলকে ভোগাচ্ছে অনেক দিন ধরেই। তবে জামাল আশাবাদী যে দল গোল পাবে, ‘গোল স্কোরিং সমস্যা গত কয়েক বছর ধরে চলছে। তবে আমাদের এবার সুযোগ কাজে লাগাতে হবে। গোল করতে হবে। আমরা যদি এক গোল করে ক্লিনশিট রাখতে পারি, তাহলে ভালো হবে।’

জামালের এটা নিয়ে চতুর্থ সাফ হতে যাচ্ছে। তাই শুরুটা ভালো পারফরম্যান্স দেখিয়ে করতে চাইছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, ‘আমার চতুর্থ সাফ। তাই লক্ষ্য প্রথম ম্যাচে জেতা। ফাইনালের লক্ষ্য তো আছেই। ভালো খেলা দেখিয়ে ম্যাচ জিততে হবে।’

সুত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই

Back to top button