জানা-অজানা

মানুষ বাঁচবে ১৩০ বছর!

মানুষের আয়ু ক্রমাগত বাড়ছে। এর কারণ বিজ্ঞানের আবিস্কারের ফলে স্বাস্থ্যসেবার অভূতপূর্ব উন্নয়ন ও জীবনযাত্রার মানের বিকাশ। সম্প্রতি এক গবেষণায় মানবজাতির জন্য মিলেছে সুখবর। বিজ্ঞানীদের দাবি, চলতি শতাব্দীর শেষ নাগাদ মানুষের আয়ু ১৩০ বছরে উন্নীত হতে পারে।

ভারতীয় গণমাধ্যম একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায়।

এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে।

গবেষকদের দাবি, মানুষের আয়ুর কোনো ঊর্ধ্বসীমা নেই। পরিবেশ দূষণের কারণে মানুষের জীবনের ঝুঁকি বেড়েছে ঠিকই, তবে আয়ুস্কালের তেমন পরিবর্তন হয়নি।

গবেষকরা ১৩টি দেশের ১০৫ এবং ১১০ বছরেরও বেশি বয়সি সহস্রাধিক পুরুষ ও নারীসহ বিভিন্ন বয়সির গত ৬০ বছরের আয়ুস্কাল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রতিবেদনে ফরাসি নারী জেন কামেন্ঁতর ও জাপানের কানে তানাকারের বিষয় তুলে ধরা হয়। জেন কামেন্ঁতর ১২২ বছর বয়সে ১৯৯৭ সালে মারা যান। আর কানে তানাকার ১১৮ বছর বয়সে এখনও তরতাজা আছেন।

বর্তমানে মানুষের গড় আয়ু ৭৩ বছরের কাছাকাছি।

গবেষকরা বলছেন, ১০ লাখে হয়তো একজন ১৩০ বছর পর্যন্ত বা তারও বেশি বাঁচবে।

এন এইচ, ৩০ সেপ্টেম্বর

Back to top button