দক্ষিণ এশিয়া

ভারতে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা শনাক্ত বেড়েছে ২৪ শতাংশ

নয়াদিল্লী, ৩০ সেপ্টেম্বর- ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ হাজার ৫২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জনের।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ হাজার ৫২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের চেয়ে ২৪ শতাংশ বেশি। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ১৮ হাজার ৮৭০ জন।

এছাড়াও দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১১ জন মারা গেছেন। এ পর্যন্ত ভারতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন।

উল্লেখ্য, দেশটিতে করোনার প্রকোপ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিসগড় ও ওড়িশা।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button