ক্রিকেট

টেস্ট ম্যাচ নিয়ে আফগানিস্তানকে অস্ট্রেলিয়ার হুঁশিয়ারি

ক্যানবেরা, ৩০ সেপ্টেম্বর – সম্প্রতি আফগানিস্তানে তালেবান সরকারের নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা জারির কারণে ২৭ সেপ্টেম্বর আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট ম্যাচটি আয়োজন করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তালেবান সরকার নারী ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা না সরানোর ফলে অনির্দিষ্টকালের জন্য একমাত্র টেস্ট ম্যাচটি স্থগিত করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রাদেশিক অঞ্চল তাসমানিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী ডমিনিক বার্কার এক রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হোবার্ট টেস্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে যার অফিসিয়াল ঘোষণা আসবে এই সপ্তাহে। আফগানিস্তান নারী ক্রিকেটকে প্রাধান্য দেয় না যা গ্রহনযোগ্য নয়। যদি এই মনোভাব চলমান থাকে তাহলে তাদের আবার ভাবা প্রয়োজন তারা কি করছে। আর না হয় প্রতিযোগিতামূলক ক্রিকেট তারা চালিয়ে যেতে পারবে না।’

টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত মোহাম্মদ নবিরা খেলেছেন মাত্র ৫টি টেস্ট ম্যাচ। ক্রিকেটের পরাশক্তি ভারতের পর টেস্ট ক্রিকেটে উপরের সারির কোনো দলের সাথে খেলা হয়নি আফগানিস্তানের। যার ফলে হোবার্ট টেস্টটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।

টেস্ট ম্যাচটি নিয়ে আফগান ক্রিকেট সমর্থকদের অনেক আশা ছিল। কিন্তু তালেবান সরকারের জন্য সকল আশা নিরাশায় পরিণত হতে যাচ্ছে রশিদ-নবিদের।

বার্কার মনে করেন, ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য একটি সুযোগ রেখেছে টেস্টটি বাতিল না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ সেপ্টেম্বর

Back to top button