দক্ষিণ এশিয়া

কাবুল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না নারীরা

কাবুল, ২৮ সেপ্টেম্বর – আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর কাবুল বিশ্ববিদ্যালয়ে নতুন চ্যান্সেলর হিসেবে মোহাম্মদ আশরাফ ঘাইরাতকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর সোমবার তিনি এক টুইট বার্তায় জানান, কাবুল বিশ্ববিদ্যালয়ে কোনো নারী শিক্ষক বা শিক্ষার্থী প্রবেশ করতে পারবেন না।খবর-নিউইয়র্ক টাইমস।

তিনি বলেন, সবার জন্য প্রকৃত ইসলামিক পরিবেশ নিশ্চত না হওয়া পর্যন্ত নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা কাজের অনুমতি দেওয়া হবে না। ইসলাম প্রথম।

এর আগে তালেবানের নতুন সরকার ঘোষণা দিয়েছিল, নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবে, তবে একে অপরের কাছ থেকে আলাদা হতে হবে এবং নারীদের মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ সেপ্টেম্বর ২০২১

Back to top button