দক্ষিণ এশিয়া

ছয় মাস পর ভারতে করোনা শনাক্ত ২০ হাজারের নিচে

নয়াদিল্লী, ২৮ সেপ্টেম্বর – ভারতে ২০ হাজারের নিচে নেমেছে দৈনিক করোনা সংক্রমণ। ছয় মাসের বেশি সময় (২০১ দিন) পর ভারতে আক্রান্তের সংখ্যা এতটা কম হল। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। এর আগে চলতি বছরের ১০ মার্চ দৈনিক সংক্রমণ ছিল ১৭ হাজার ৯২১। তার পর ধীরে ধীরে বাড়তে বাড়তে মে মাসে একদিনে ভারতে চার লাখের বেশি আক্রান্ত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৫৮১।

সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও কমেছে মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে ভারতে প্রাণ হারিয়েছেন ১৭৯ জন। প্রায় ছ’মাস পর দৈনিক মৃত্যু ২০০-র নিচে নামল। ২৩ মার্চের শেষ বার দৈনিক মৃত্যু ২০০-র নিচে ছিল।

কোভিডের দ্বিতীয় ঢেউ যখন চরমে, তখন তা চার হাজার ছুঁয়েছে। গত কয়েক মাস ধরেই তা ৫০০-র নিচেই ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মহামারিতে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৭৩ জনের।

সংক্রমণ কমতেই ভারতে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭ হাজার ৪১৪ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৯২ হাজার ২০৬ জন।

ভারতের মধ্যে সবচেয়ে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরালায়। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণ। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামেও অনেক দিনই তা ৫০০-র আশপাশে ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ সেপ্টেম্বর

Back to top button