চট্টগ্রাম

চট্টগ্রামে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৬

চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর – চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়ে ১ হাজার ২৯৩ জনে এবং শনাক্ত ১ লাখ ১ হাজার ৬৩০ জনে দাঁড়িয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। মৃত ২ জন নগরের বাসিন্দা। আর একজন নগরের বাইরের বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে আনোয়ারায় ২, রাউজানে ৬, ফটিকছড়িতে ২ ও সীতাকুণ্ডে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৬১৪ জন। বাকি ২৮ হাজার ১৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭১৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৯ জনের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ সেপ্টেম্বর ২০২১

Back to top button