জাতীয়

টিসিবির পণ্য বিক্রির সময় ২ দিন বাড়ল

ঢাকা, ২৬ সেপ্টেম্বর – আগামী মঙ্গলবার টিসিবির পণ্য বিক্রি শেষ হওয়ার কথা ছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। কিন্তু পর্যাপ্ত মজুদ থাকায় পণ্য বিক্রি কার্যক্রম আরও দুদিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত করা হয়েছে।

টিসিবি জানিয়েছে, পর্যাপ্ত পরিমাণ পিয়াজ মজুত থাকায় সময় বাড়ছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে।

দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।

টিসিবির ট্রাকসেলে মিলছে ৩০ টাকা কেজি দরে পিয়াজ, যা বাজারের তুলনায় কেজিতে প্রায় ১০-১৫ টাকা কম। এসব কারণে সীমিত আয়ের মানুষের টিসিবি পণ্যে আগ্রহ আরও বেড়েছে। আগে টিসিবির ট্রাকে শুধু তেল, চিনি ও ডাল বিক্রি হতো। গত রবিবার থেকে পিয়াজ বিক্রিও শুরু হয়েছে। এক্ষেত্রে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পিয়াজ কিনতে পারছেন। ১০০ টাকা কেজি দরে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল ও ৫৫ টাকা কেজিতে চিনি ও ডাল কিনতে পারছেন।

উল্লেখ্য, সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে গত ৪ সেপ্টেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৬ সেপ্টেম্বর ২০২১

Back to top button