ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও, ২৫ সেপ্টেম্বর – ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা তেঘরিয়া গ্রামের আব্দুস সামাদ মনুর স্ত্রী ও ছেলে।

পুলিশ জানায়, বিকেলে আব্দুল কাদের আমন খেতে পানি দিতে নিজের সেচ পাম্পের ঘরে যায়। মেশিন চালু করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে বাড়ি ফিরে না আসলে মা এগিয়ে যায় সেচ পাম্পের ঘরে।

সেখানে গিয়ে ছেলেকে ধরা মাত্র মাও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে মা ও ছেলে মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল বলেন, বৈদ্যুতিক পানির পাম্পটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তা বুঝতে না পেরেই অসাবধনতা বসত আব্দুল কাদের পানির পাম্পে হাত দেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ছেলের দেহে হাত দিয়ে মা আফরোজাও মারা যান।

সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৫ সেপ্টেম্বর ২০২১

Back to top button