দক্ষিণ এশিয়া

ভারতে করোনা চিকিৎসায় বাদ ইভারমেকটিন ও এইচসিকিউ

নয়াদিল্লী, ২৫ সেপ্টেম্বর – কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত ইভারমেকটিন ও হাইড্রোক্সিক্লরোকুইনের (এইচসিকিউ) ব্যবহার বাতিল করেছে ভারতের কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। শুক্রবার ভারতীয় সংস্থাটি করোনা চিকিৎসায় নতুন এক নীতিমালা প্রকাশ করে। এতে এ দুই ওষুধের ব্যবহার বাদ দেয়ার নির্দেশনা রয়েছে।

খবরে বলা হয়, আইসিএমআর-এর নতুন নীতিমালায় ‘সুনির্দিষ্ট ক্ষেত্রে’ রেমডিসিভির ও টসিলিজুমভের ব্যবহারের কথা বলা হয়েছে। নতুন নীতিমালায় মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও হাত জীবাণুমুক্তকরণের উপর আবারও জোর দেয়া হয়েছে।

নীতিমালায় কোভিডের লক্ষণ দেখা দেয়ার ১০ দিনের মধ্যে মধ্যম ও গুরুতর রোগীদের ক্ষেত্রে রেমডিসিভিরের মতো ওষুধ ব্যবহার মধ্য-মাত্রায় (অতিরিক্ত নয়) করতে পরামর্শ দেয়া হয়েছে।

তবে টসিলিজুমভ কেবল গুরুতর করোনা রোগীদের ক্ষেত্রে ব্যবহারের নির্দেশনা রয়েছে নীতিমালায়। ভারতের চিকিৎসা বিষয়ক গবেষণা সংস্থাটি বলছে, করোনা রোগীর শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে, অথবা আইসিইউতে (নীবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তির পর এ ওষুধ প্রয়োগ করা যেতে পারে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ সেপ্টেম্বর

Back to top button