অপরাধ

এহসান গ্রুপের পরিচালকসহ চারভাই চার মামলায় গ্রেপ্তার

রশিদ আল মুনান

পিরোজপুর, ২২ সেপ্টেম্বর – পিরোজপুরের এহসান গ্রুপের বিরুদ্ধে করা প্রায় শতকোটি টাকা আত্মসাৎ মামলায় পরিচালক মুফতি রাগীব আহসানসহ চার ভাইয়ের সাত দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ বুধবার তাদের আবারও আদালতে হাজির করে বাকি চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদ তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি আসামিপক্ষের আইনজীবী আকরাম আলী মোল্লা নিশ্চিত করেছেন।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাদীপক্ষের আইনজীবী এম ডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, সমস্ত মামলাগুলো সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। ডিআর ও সিআরসহ অনেক মামলা তদন্তে রয়েছে। পর্যায়ক্রমের এদের বিচার হবে।উল্লেখ্য, এই মামলায় আদালত গত ১৩ সেপ্টেম্বর রাগীব এবং তার ভাইদের সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরবর্তীতে রিমান্ড চলাকালীন গত রোববার পাঁচটি মামলার মধ্যে চারটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অন্যটি পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেনে (পিআইবি) হস্তান্তরের নির্দেশ দেয় পুলিশ হেড কোয়ার্টার্স।

সূত্র : এনটিভি
এন এইচ, ২২ সেপ্টেম্বর

Back to top button