ঢালিউড

পাঁচ বছর পরে একই দিনে তাদের ‘মুন্সিগিরি’

ঢাকা, ২১ সেপ্টেম্বর – ‘আয়নাবাজী’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। এখানে প্রধান চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ওয়েব ফিল্মটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আয়নাবাজি’। ঠিক পাঁচ বছর পরে একই দিনে মুক্তি পাচ্ছে ‘মুন্সিগিরি’। দেশীয় প্লাটফর্ম চরকিতে দর্শক দেখতে পারবেন অমিতাভ রেজার এই ওয়েব ফিল্ম। বিষয়টি নিশ্চত করেছেন নির্মাতা।

অমিতাভ রেজা জানান, আসছে ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার প্রথম ওয়েব ফিল্ম। এতে চঞ্চল চৌধুরী গোয়েন্দা চরিত্রে অভিন করেছেন। শিবব্রত বর্মনের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মটিতে সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্ত করবেন মাসুদ মুন্সি নামে পুলিশের একজন গোয়েন্দা। এই চরিত্রে থাকছেন চঞ্চল।

চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন পূর্ণিমা, শবনম ফারিয়াসহ আরো অনেকে। নিহত সরকারি কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে।

এম এস, ২১ সেপ্টেম্বর

Back to top button