আইন-আদালত

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

বরিশাল, ২১ সেপ্টেম্বর – জাতীয় সংসদ নির্বাচনকালে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সাথে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বর্হিভূত মোবাইলে কথপোকথন হয়। এ নিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশি তদন্তে মামলা থেকে ৬ জন বাদ পড়ে এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসের নাম আসামির তালিকায় রাখা হয়। মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ম আদালতে হস্তান্তর করা হয়। পরে আজ মঙ্গলবার মেজর হাফিজ বরিশালের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

মামলার আইনজীবী কাজী এনায়েত হোসেন বলেন, বিচারক রাষ্ট্রপক্ষের কথা শোনেন এবং আসামির বয়স বিবেচনায় নিয়ে তাকে জামিন দেন।

এ বিষয়ে মেজর হাফিজ বলেন, ২০১৮ সালের জাতীয় নিবার্চন অবৈধভাবে ভোট কারচুপির মাধ্যমে হয়েছে। তারই অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি কেবল একা নন, যার ধারাবাহিকতায় সাংবাদিকদের বিরুদ্ধেও এখন এই আইনে মামলা হচ্ছে বলে জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ সেপ্টেম্বর ২০২১

Back to top button