আইন-আদালত

সিনহা হত্যা মামলায় রিমান্ড শেষে আদালতে রুবেল শর্মা

কক্সবাজার, ৮ অক্টোবর- মেজর (অব:) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মার সাতদিনের রিমান্ড শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৬৪ ধারা জবানবন্দি নয়, রিমান্ড শেষ হওয়ায় রুবেল শর্মাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’

র‌্যাবের তথ্য মতে, সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত করা হয় রুবেল শর্মাকে। গত ১৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে তাকে জেলে পাঠান বিচারক। কথিত আছে, সাবেক কনস্টেবল রুবেল শর্মা কারাগারে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন রুবেলের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ আবেদনের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর রুভেলকে রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একই আদালতে মামলাটি করেন। পরে আরও ৫ জনকে আসামি হিসেবে সংযুক্ত করা হয়।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/০৮ অক্টোবর

Back to top button