যুক্তরাজ্য

যুক্তরাজ্যে এক বাংলাদেশির ছুরিকাঘাতে আরেক বাংলাদেশি নিহত

এডিনবরা, ২০ সেপ্টেম্বর – যুক্তরাজ্যের স্কটল্যান্ডে এক বাংলাদেশি সহকর্মীর ছুরিকাঘাতে সেলিম উদ্দিন (৪৩) নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কটল্যান্ডের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উদ্দিন স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

জানা যায়, শুক্রবার বিকেলে রেস্টুরেন্টে কাজ করার সময় তার সহকর্মী ফয়েজের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে সহকর্মী ফয়েজের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সেলিম। আহত অবস্থায় সেলিমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত ফয়েজ মিয়াকে ছুরিসহ ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

এম ইউ/২০ সেপ্টেম্বর ২০২১


Back to top button