ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ সমাবেশ
ওয়াশিংটন, ১৯ সেপ্টেম্বর – সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের সংসদ ভবনের বাইরে আবারও বিক্ষোভ সমাবেশ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
স্থানীয় সময় শনিবার বিকালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সমাবেশের নাম দেয়া হয় ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকরা। ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ছয় শতাধিক দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে তদন্ত করা হয়েছে।
তাদের অনেকের নামে অপরাধ আইনে আদালতে অভিযোগ দেয়া হয়েছে। মূলত এসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’নামে ওই সমাবেশের ডাক দেন।
ট্রাম্পের উগ্র সমর্থকগোষ্ঠী যাতে আবারও মার্কিন সংসদ ভবনে তাণ্ডব চালাতে না পারে, এ জন্য আগে থেকেই ক্যাপিটল হিলের চারপাশে কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ সেপ্টেম্বর ২০২১