ঢালিউড

আজও আমার মনে তিনি ২৫ বছরের তরুণ: শাকিব খান

ঢাকা, ১৯ সেপ্টেম্বর – আজ স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন। আজকের এই দিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে ক্ষণজন্মা এই নায়কের জন্ম। মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছরের জীবন। আর চার বছরের ক্যারিয়ারে মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। ঢালিউডের ক্ষণজন্মা বরপুত্র সালমান শাহকে উদ্দেশ করে শাকিব খান দাবি করেন, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ।

প্রিয় এই নায়কের জন্মদিনে শাকিব তার ফেসবুকে দীর্ঘ এক শুভেচ্ছাপত্র লিখেছেন। সালমান শাহ ২৫ বছর আগে চলে গেলেও আজও তার হৃদয়ে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন বলে দাবি করেন শাকিব।

এই চিত্রনায়ক লিখেছেন, ‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫০ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠতো তার হাসিতে। গলায় ভর করতো গাম্ভীর্য। দুয়েকটা সাদাচুল দেখা গেলেও তার নায়ক সুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না! তাকে নিয়েই ৫০তম জন্মদিনের সুর্বণ জয়ন্তী পালন করতাম।’

শাকিব খান আরও লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তার প্রস্থানের এতো বছর পরেও জ্বলজ্বলে।

অভিনয় জীবনে অল্পসময়ে এতো মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে।’

মানুষ তার কাজের মাধ্যমে অমরত্ব পায় সে কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে। সালমান শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন। তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ।’

এন এইচ, ১৯ সেপ্টেম্বর

Back to top button