বাংলাদেশে টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ছাড়াল
ঢাকা, ১৯ সেপ্টেম্বর – সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ১ হাজার ৪১ জন টিকা নিয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় টিকা নেয়াদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯৭ হাজার ১৭ জন আর দ্বিতীয় ডোজ ২ লাখ ৪ হাজার ২৪ জন। প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৬১৯ জন ও নারী এক লাখ ৪৩ হাজার ৩৯৮ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ৫১৭ জন ও নারী ৯৪ হাজার ৫০৭ জন।
এখন পর্যস্ত মোট টিকা নিয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৩২ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই কোটি ২১ লাখ ৫১ হাজার ৬০৫ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪২৭ জন।
এছাড়া মোট নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৫৪১ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ১৬৬ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৮৩ হাজার ৩৭৫ জন নিবন্ধন করেছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ সেপ্টেম্বর