পশ্চিমবঙ্গ

কখনও হার্ট অ্যাটাক, কখনও হাই সুগার, অজানা জ্বরে নাবালিকার মৃত্যু

কলকাতা, ১৮ সেপ্টেম্বর- ক্রমেই বিপদ বাড়াচ্ছে অজানা জ্বর। শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়ার পরেই শনিবার সকালে মৃত্যু হয় এক শিশু কন্যার। হেমতাবাদের ইসলামপুরের বাসিন্দা রিনা সেন নামে ওই নাবালিকার মৃত্যু হল তা স্পষ্ট করে বলতে পারছেন না চিকিত্‍সকেরা। হাসপাতালর কর্তৃপক্ষের অবশ্য যুক্তি, ওই শিশুটি কোমর্বিড ছিল। সেখান থেকেই মৃত্যু  হয়েছে। কিন্তু মাত্র ১০ বছর বয়সী শিশু কোমর্বিড? প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট মহল।

হাসপাতাল সূত্রে খবর, রিনা সেন নামের ওই নাবালিকা শুক্রবার তীব্র শ্বাসকষ্ট, জ্বর ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর আগে মেডিক্যাল কলেজে একাধিক শিশু আক্রান্ত হলেও জেলায় প্রথম জ্বরে প্রথম মৃত্যু ঘটল বলেই জানাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। যদিও, প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

মৃতার পরিজনদের অভিযোগ, চিকিত্‍সকেরা মৃত্যুর কোনও সঠিক কারণ দর্শাতে পারছেন না। কখনও বলছেন, রোগীর হাই সুগার ছিল, কখনও বলছেন হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে। কোনও একটি কারণ দেখাতে পারছেন না তাঁরা। কেন এই পিঠ বাঁচানো মনোভাব, অভিযোগ পরিবারের।

সূত্রঃ TV9 BANGLA DIGITAL

আর আই

Back to top button