দক্ষিণ এশিয়া

এবার কাবুলে ‘রকেট’ হামলা

কাবুল, ১৭ সেপ্টেম্বর – আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জেলায় বৃহস্পতিবার রকেট হামলার খবর পাওয়া গেছে। আফগান সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের একটি বিদ্যুৎকেন্দ্রের কাছেই এই রকেট হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। কোনও হতাহতেরও খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় থাকা তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দূত দেবোরাহ লিওনস। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানান, আফগান জনগণের জন্য জরুরিভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে কাবুলে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস ও সিরাজউদ্দিন হাক্কানির মধ্যে বৈঠক হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উভয় পক্ষের আলোচনায় হাক্কানি জাতিসংঘ দূতকে নিশ্চিত করেন, ‘কোনও বাধা ও ভয়ভীতি ছাড়াই জাতিসংঘের কর্মীরা আফগানিস্তানে কাজ করতে পারবেন। আফগান জনগণকে সহায়তা করতে পারবে জাতিসংঘ‌‌।‌‌’

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৭ সেপ্টেম্বর

Back to top button