ফুটবল

কিংসলের ঘোষণা, বাংলাদেশের জার্সিতে খেলতে প্রস্তুত

ঢাকা, ১৫ সেপ্টেম্বর – আগেই বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে। এখন অপেক্ষা লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর। এরই মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে তার নাম উঠেছে। ফিফার ছাড়পত্র পেলেই এই স্ট্রাইকারের আর বাধা থাকবে না। তাই প্রস্তুতিটাও সেভাবে সেরে রাখেছেন কিংসলে।

মঙ্গলবার প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে নতুন করে চিনিয়েছেন বসুন্ধরা কিংস স্ট্রাইকার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে জাতীয় দলে খেলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি এখনও জাতীয় দলে জায়গা পাওয়ার খবর শুনিনি। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারবো না। তবে এটা আমার কাজ, মাঠে পারফর্ম করতে হবে। জাতীয় দলের কোচই বলতে পারবেন, তিনি কী খুঁজছেন। যদি আমি তার জন্য ঠিক থাকি, তিনি আমাকে বাছাই করতে পারবেন। যদি আমি ঠিক না থাকি তার জন্য, তাহলে অন্য অপশনের দিকে যাবেন।’

বাংলাদেশ দলে জায়গা হলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে জানালেন কিংসলে, ‘আমার পাসপোর্ট আছে। এজন্য বাংলাদেশ সরকারের কাছে আমি কৃতজ্ঞ। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ (ফিফার ছাড়পত্র), আমার কাজ জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করে রাখা। আমি পুরোপুরি প্রস্তুত সার্ভিস দেওয়ার জন্য। যখনই আমি জাতীয় দলে ডাক পাই না কেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবো।’

নিজের ফিটনেস নিয়েও সরাসরি কথা বলেছেন কিংসলে। ফিট দাবি করেই বলেছেন, ‘আজকের খেলাতে আমি চেষ্টা করেছি কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে। এটা সহজ কাজ ছিল না, যারা দ্রুত ফুটবল খেলে থাকে। যদি আমি ফিটই না হই তাহলে আজকে ম্যাচ খেললাম কী করে? ফিটনেস নিয়ে আমি সবসময় সচেতন।’

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৫ সেপ্টেম্বর

Back to top button