মধ্যপ্রাচ্য

গাজায় এবার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা

গাজা, ১২ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ভোরে ইসরাইল বাহিনী গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের সাফা নিউজ এজেন্সি ও ইসরায়েল সেনাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গাজার কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েল বাহিনী দাবি করেছে, গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট তৈরির কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। বরাবরের মতো গাজা থেকে দুটি রকেট ছোঁড়ার পর বিমান হামলা চালায় বলেও দাবি করেছে তারা।

গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী গাজার ওপর দফায় দফা বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়ে যাওয়ার পর এই হামলা শুরু করেছে তারা। এদিকে ছয় ফিলিস্তিনির মধ্যে ৪ জনকে আটকও করেছে। বাকিদের ধরতে চেষ্টা অব্যাহত রেখেছে ইসরাইল পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ সেপ্টেম্বর ২০২১

Back to top button