পাকিস্তানে একত্রিত হচ্ছেন চীন-রাশিয়াসহ ৮ দেশের গোয়েন্দা প্রধান!
ইসলামাবাদ, ১২ সেপ্টেম্বর – আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিলিত হচ্ছেন চীন, রাশিয়া, ইরানসহ অন্তত আট দেশের গোয়েন্দা প্রধানরা।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা প্রধানরা এই বৈঠকে অংশ নেবেন। সেখানে তারা আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেই। তবে কোনও বিষয়ে মার্কিন স্বার্থ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
বাইডেন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে নেড প্রাইস বলেন, স্বীকৃতি ও বৈধতার মতো বিস্তৃত ইস্যুর সঙ্গে যোগাযোগের একটা পার্থক্য আছে। আমাদের জাতীয় স্বার্থে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার দরকার পড়লে আমরা তা বজায় রাখবো।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ সেপ্টেম্বর ২০২১