ঢালিউড
কাজে ফিরলেন পরীমনি
ঢাকা, ১১ সেপ্টেম্বর – চিত্রনায়িকা পরীমণি কাজে ফিরেছেন। শনিবার তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির মাধ্যমে কাজে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন পরীমণি।
তবে ‘মুখোশ’ ছবির শুটিং নয় ছবিটির ডাবিং দিয়ে কাজ শুরু করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। তিনি জানান, রাজধানীর স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন পরী।
কাজে ফেরার খবর জানিয়ে পরীমণি বলেন, কাজে ফেরার জন্য মুখিয়ে ছিলাম আমি। কবে ক্যামেরার সামনে ফিরবো মাথায় কেবল এই চিন্তাই ছিলো। অবশেষে ডাবিং দিয়ে কাজে ফেরা হলো। দারুণ ভালো লাগছে।
এন এইচ, ১১ সেপ্টেম্বর