জাতীয়

সেপ্টেম্বরের ১০ দিনে ২৮৯৯ ডেঙ্গু রোগী

ঢাকা, ১০ সেপ্টেম্বর – করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে শুধু সেপ্টেম্বরের গত দশ দিনে ২ হাজার ৮৯৯ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮ জনের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

সূত্র : আরটিভি
এন এইচ, ১০ সেপ্টেম্বর

Back to top button