ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ঢাকা, ০৯ সেপ্টেম্বর – আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মেহরাব হোসেনের নেতৃত্বে এই দল তৈরি করা হয়েছে।

আফগানিস্তান অনূর্ধ-১৯ দলের বিপক্ষে যুবারা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ১টি চার দিনের ম্যাচ খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল থেকে শুরু হবে এই সিরিজ।

একই মাঠে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

আসন্ন এই সিরিজে বাংলাদেশ অনূর্ধ-১৯ দলে রাখা হয়েছে দশজন ব্যাটসম্যান ও তিনজন পেসার। এ ছাড়া আছেন তিন স্পিনার ও এক অলরাউন্ডার। স্ট্যান্ডবাই আছেন দুজন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

মোফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরব হাসান (অধিনায়ক), খালিদ হাসান, আইস মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুসফিক হাসান, রিপন মন্ডল, আশিকুজ্জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন ও গোলাম কিবরিয়া।

স্ট্যান্ড বাই: আরিফ আহমেদ আনিক, শাহরিয়ার আল মাহিন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৯ সেপ্টেম্বর

Back to top button