দক্ষিণ এশিয়া

আফগান জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

আবুধাবি, ০৯ সেপ্টেম্বর – দেশ থেকে পালানোর জন্য আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি আবারও দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই ক্ষমা প্রার্থনা করে দাবি করেন, রক্তাক্ত যুদ্ধের ঝুঁকি এড়াতে প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা কর্মীদের অনুরোধে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

গত ১৫ আগস্ট আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। প্রথমে তিনি তাজিকিস্তান পালিয়ে গেছেন বলে খবর বের হয়। পরবর্তীতে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন তিনি।

এ ব্যাপারে সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল কাবুল ত্যাগ করা, কিন্তু আমি বিশ্বাস করতাম, এটাই ছিল বন্দুককে নীরব এবং কাবুল ও এর ৬০ লাখ মানুষকে রক্ষা করার একমাত্র পথ।’

কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিজের নির্দোষিতা প্রমাণের জন্য প্রয়োজনে তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে প্রস্তুত।

এর আগে তাজিকিস্তানে সাবেক আফগান রাষ্ট্রদূত জহির আঘবার দাবি করেছিলেন, দেশ ছাড়ার আগে ১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার নিয়ে গেছেন আশরাফ গনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ সেপ্টেম্বর ২০২১

Back to top button