ক্রিকেট

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন নাসুম

ঢাকা, ০৮ আগস্ট – নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় অনন্য এক রেকর্ড গড়েছেন নাসুম আহমেদ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে দুটি মেইডেন ওভার করা দ্বিতীয় বাংলাদেশি বোলার হওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি এই স্পিনার।

বিশ্বের ৩৩তম বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন নাসুম আহমেদ। বাঁ-হাতি এ অর্থোডক্স বোলারের বোলিং ফিগার ৪-২-১০-৪।

নাসুমের আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দুটি মেইডেন দেয়া একমাত্র বাংলাদেশি ছিলেন নাজমুল ইসলাম অপু। তিনিও বাঁহাতি স্পিনার। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল অপুর বোলিং ফিগার ছিল ৪-২-১৪-০।

বুধবার মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের ইনিংসে ধস নামান বাঁ-হাতি এই অর্থোডক্স স্পিনার। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১১.৩ ওভারে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় নিউজিল্যান্ড।

ইনিংসের শেষদিকে মোস্তাফিজের গতির মুখে পড়ে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।

নাসুমের স্পিন আর মোস্তাফিজের গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

সূত্র : যুগান্তর
এম এস, ০৮ আগস্ট

Back to top button