৯ বছরের সংসার ভাঙল শিখর ধাওয়ানের
নয়াদিল্লী, ০৮ আগস্ট – আয়েশা মুখার্জী সঙ্গে বিয়ের প্রায় ৯ বছর পর সংসার ভাঙল ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানের। এক ইনস্টাগ্রাম পোস্টে বিবাহ বিচ্ছেদের খবর নিশ্চিত করেন আয়েশা।
মেলবোর্নের অপেশাদার বক্সার আয়েশার সঙ্গে ২০১২ সালের ১২ অক্টোবর বিয়ে করেন ধাওয়ান। এটি ছিল তার স্ত্রীর দ্বিতীয় বিয়ে। আগের ঘরের দুই মেয়েকেও সঙ্গে রেখেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ধাওয়ান ও আয়েশার দম্পতির ঘরে এসেছে একটি সন্তান, নাম জোরাভার।
পশ্চিমবঙ্গের মেয়ে আয়েশা আট বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে যান। একজন প্রশিক্ষিত কিকবক্সার তিনি। আগে এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ীকে বিয়ে করেন। সেখানে ২০০০ সালে প্রথম সন্তান আলিয়ার জন্ম দেন। পাঁচ বছর পর ওই দম্পতির দ্বিতীয় কন্যা রিয়ার জন্ম।
‘আয়েশা ধাওয়ান’ নামের পেজটি ডিলিট করে মঙ্গলবার ‘আয়েশা মুখার্জি’ নামে নতুন ইনস্টাগ্রাম পেজ খুলে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন আয়েশা। শুরুটা করেন এভাবে, ‘আমার কাছে বিবাহবিচ্ছেদ একটা নোংরা শব্দ ছিল যতক্ষণ না আমি দ্বিতীয়বার বিচ্ছেদ করলাম।’
লম্বা পোস্টে ধাওয়ানের প্রাক্তন হয়ে যাওয়া স্ত্রী বলেছেন, প্রথমবার বিবাহবিচ্ছেদ হওয়ার পর ভয়ে ছিলেন তিনি। সবসময় দুশ্চিন্তা করতাম বাবা-মা, বন্ধু ও নিকটাত্মীয়দের সম্মানহানি হবে।
আয়েশার এই ঘোষণার সময় ধাওয়ান সংযুক্ত আরব আমিরাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন। সবশেষ তিনি জাতীয় দলের হয়ে খেলেন শ্রীলঙ্কা সফরে। সেখানে সীমিত ওভারের সিরিজে নেতৃত্ব দেন ভারতকে। ডিভোর্সের ব্যাপারে এখনও তার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৮ আগস্ট