ঢালিউড

নির্বাচন করবেন শাকিব-নিপূণ

ঢাকা, ০৮ আগস্ট – নির্বাচনের মাঠে বিভিন্ন সময় চিত্রনায়ক-নায়িকাদের দেখা যায়। তারা প্রার্থীর হয়ে ভোটারদের দুয়ারে যান ভোট চাইতে। এবার শাকিব খান ও নিপূণ দুজনকে একসঙ্গে এই ভূমিকায় দেখা যেতে পারে।

কয়েক মাস পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে নিপূণকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই দুই তারকা।

এর আগে শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার নির্বাচিত সভাপতি ছিলেন। অন্যদিকে নিপূণ সমিতির কার্যকরী পরিষদের সদস্য। শোনা যাচ্ছে এবার চার বছর পর আবারও শিল্পী সমিতির সভাপতি পদের জন্য লড়বেন কিং খান। এরই মধ্যে এই দুই শিল্পী সহশিল্পীদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা যাচ্ছে।

এ বিয়ষ শাকিব খান ও নিপূণ এখই কিছু জানাতে চাচ্ছেন না। তবে আজ সকালে নিপূণ ফেইসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর মাধ্যমে অনেকেই ধারণা করছেন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে নতুন করে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে।

এন এইচ, ০৮ আগস্ট

Back to top button