ক্রিকেট

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাকিব বোলিংয়ে সেরা দশে

ঢাকা, ০৮ সেপ্টেম্বর- আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিংয়েও সেরা দশে ঢোকে গেছেন। বুধবার হালনাগাদকৃত আইসিসির বোলিং র‌্যাংকিংয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব। সেরা দশে রয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও।

বোলারদের র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে সাকিবের। অজিদের বিপক্ষে সিরিজ শেষে সাকিব ছিলেন ১২তম স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করায় এখন তার রেটিং পয়েন্ট ৬২৮। অন্যদিকে, ‘ফিজ’ আগের মতো দশম স্থানেই আছেন। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৪।

দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে বোলিং তালিকায় শীর্ষে রয়েছেন। এরপর রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানে রশিদ খান, ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগান মুজিবুর রহমান জাদরান।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button