দক্ষিণ আমেরিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষমতা খর্ব করতে ব্রাজিল প্রেসিডেন্টের উদ্যোগ

ব্রাসিলিয়া, ০৭ আগস্ট – সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষমতা খর্ব করতে উদ্যোগ নিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর ক্ষমতা খর্ব করতে তিনি একটি আদেশে স্বাক্ষর করেছেন।

এর ফলে ব্রাজিলে অ্যাকাউন্ট ও পোস্ট ডিলিট করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তার কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

বলসোনারো বলেছেন, নতুন এ আইনের ফলে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা যাবে।

মহামারী করোনাভাইরাসের সময় ফেসবুক ও টুইটার থেকে বলসোনারো ও তার সমর্থকদের বহু পোস্ট ডিলিট করা হয়েছে। এছাড়া করোনা সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে অনেক অ্যাকাউন্ট বাতিলও করা হয়েছে। ইউটিউব থেকে সরানো হয়েছে ভিডিও।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ০৭ আগস্ট

Back to top button