মধ্যপ্রাচ্য

বিয়ের জন্য তরুণ-তরুণীদের বিশাল অংকের অনুদান দেবে লিবিয়া সরকার

ত্রিপোলি, ০৬ সেপ্টেম্বর – লিবিয়ায় বিয়ে করতে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য বিশাল অংকের অনুদানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবিবাহ। গতকাল রোববার যুব বিষয়ক মন্ত্রী ফাতহুল্লাহ আল জানি ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এদিন প্রধানমন্ত্রী দাবিবাহ বিবাহ অনুদান প্রদানে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘আজ আমরা বিবাহ অনুদান বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছি। ইতোপূর্বে আমরা তরুণদের এর প্রতিশ্রুতি দিয়েছিলাম। অনলাইন আবেদনের মাধ্যমে প্রশাসন ও আর্থিক বিষয়াবলি ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে।’

বিবাহ ভাতার পরিমাণ উল্লেখ করে দাবিবাহ বলেন, ‘বিয়েতে আগ্রহী তরুণ-তরুণীদের বিনা শর্তে ৪০ হাজার দিনার (প্রায় ৯ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ লাখ টাকারও বেশি) অনুদান প্রদান করা হবে।’

এর আগে গত ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দাবিবাহ এক বিলিয়ন দিনার (২২২ মিলিয়ন ডলার) ‘বিবাহ অনুদান’ হিসেবে বরাদ্দের ঘোষণা দেন। এ ছাড়াও তরুণদের আবাসন ঋণ বাবদ ৭০০ মিলিয়ন দিনার (৩৭৭ ডলার) বরাদ্দের ঘোষণা দেন।

ওই সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বর মাসে শুরু হওয়া প্রকল্পে ৫০ হাজার তরুণ-তরুণী বিবাহ অনুদান গ্রহণ করতে পারবে। তবে এ ভাতা অর্জনে তাদেরকে বিয়েতে আগ্রহী হওয়ার প্রমাণ হিসেবে জরুরি কাগজপত্র দিতে হবে।’

লিবিয়ায় আর্থিক সংকটের কারণে তরুণ-তরুণীদের বিয়ে পিছিয়ে পড়ছে। তীব্র বেকারত্ব ও চলমান যুদ্ধ-সংঘাতের কারণে আবাসনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় সীমানহীন বেড়েছে। বেসরকারি পরিসংখ্যান মতে বিবাহের উপযুক্ত মোট জনসংখ্যার শতকরা ৩৫ ভাগ এখন বিয়েতে পিছিয়ে পড়েছে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৬ সেপ্টেম্বর ২০২১

Back to top button