ফুটবল

মার্তিনেসদের মতো একই আইন ভাঙা দুই ব্রাজিলিয়ানের কী হবে?

রোববার মধ্যরাতে রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিধ্বন্ধি ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু বলা নেই কওয়া নেই হুট করেই পাঁচ মিনিটের মাথায় খেলা বন্ধ! এরপর সাত মিনিতের মাথায় মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন খেলোয়াড়রা।

এসময় জানা যায়, ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সি (আনভিসা) আগেই জানিয়ে রেখেছিল, কিছু ব্যতিক্রম ছাড়া অ-ব্রাজিলিয়ানদের জন্য কিছু দেশ থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। সেওসব দেশগুলো ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। আর যাদের ছাড় দেওয়া হবে তাদের অবশ্যই ব্রাজিলে আসার সময় অবগত করতে হবে কর্তৃপক্ষকে এবং বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিন করতে।

এসবের তোয়াক্কা না করে মাঠে নামায় চার আর্জেন্টাইন ফুটবলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসোর খেলা নিয়ে আপত্তি জানায় স্বাথ্য কর্মীরা।

এরপর স্থগিত হয়ে যায় ম্যাচ। তাতে এদিনই ব্রাজিল ছেড়ে যায় আর্জেন্টিনা দল। অথচ কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে দিব্যি ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে দুই ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ান ও পেরেইরার বিরুদ্ধে।

দলবদলে আর্সেনাল থেকে করিন্থিয়ান্সে যোগ দেয়া উইলিয়ান গত পাঁচ দিন আগে দেশে ফেরেন লন্ডন থেকে। অথচ তিনি আনভিসার দেওয়া কোয়ারেন্টিনের তোয়াক্কা করেননি। এছাড়া একই ঘটনা ঘটান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ফ্লামেঙ্গোতে যোগ দেওয়া পেরেইরাও।

এ নিয়ে আনভিসা প্রেসিডেন্ট বাররা তোরেস জানিয়েছেন, “আমি জানতাম না উইলিয়ানের বিষয়টি। এখন যা শুনছি এতা কিন্তু এটা স্বাস্থ্য সংক্রান্ত গুরুতর অপরাধ। এর জন্য তাকে শাস্তি পেতে হবে। এটা দেশের জাতীয় আইন। এই আইন সবার জন্য সমান।।”

যদিও উইলিয়ান ও পেরেইরার কেউই ব্রাজিলের স্কোয়াডে ছিলেন না। এমন কী গত সপ্তাহে চিলির বিপক্ষে ম্যাচটিতেও দলে ছিলেন না দুজন।

সূত্র : আরটিভি
এম এস, ০৬ সেপ্টেম্বর

Back to top button