নাটক

একদিন তুমি আমার অনুপস্থিতি অনুভব করবে: তিশা

ঢাকা, ০৬ সেপ্টেম্বর – সুদূর আকাশ পানে চেয়ে আছেন তানজিন তিশা। বিরহ ভঙ্গিতে বসে আছেন একটি নৌকার ডেকে। আর ক‌্যাপশনে লিখেছেন, ‘উপস্থিতি অথবা অনুপস্থিতি?’ কিন্তু ছবির উপরে লেখাটি নজর কেড়েছেন নেটিজেনদের। তাতে লেখা- ‘একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করবে।’

আজ সকালে তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করেন। তার এই ছবি ও ক্যাপশন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে। কাকে উদ্দেশ করে তিনি এই পোস্ট দিয়েছেন? তা স্পষ্ট নয়।

এদিকে, সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘লোহার তরী’ ওয়েব সিরিজের কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন তিশা। বর্তমানে বরিশালে কীর্তনখোলা নদীতে এর দৃশ‌্যধারণের কাজ চলছে। ঢাকা থেকে বরিশাল রুটের একটি লঞ্চে একরাতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি।

প্রতিদিন সন্ধ‌্যা থেকে ভোর পর্যন্ত শুটিং করছেন বলে জানিয়েছেন এই নির্মাতা। ধারণা করা হচ্ছে, আজ সকালে শুটিংয়ের ফাঁকে এভাবে ক‌্যামেরাবন্দি হয়েছেন তিশা।

এম এস, ০৬ সেপ্টেম্বর

Back to top button