গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৬
চট্টগ্রাম, ০৬ সেপ্টেম্বর – চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের দেহে। একদিনে করোনা শনাক্তের হার ৬.০৭ শতাংশ।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৭৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
উপজেলাভিত্তিক আনোয়ারা, ফটিকছড়ি, সীতাকুণ্ডে দুইজন করে, হাটহাজারী, পটিয়ায় একজন করে, বোয়ালখালীর তিনজন, রাউজান উপজেলার ১৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের একজন চট্টগ্রাম নগরের। আর বাকি ৪ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ লাখ ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরেরই ৭২ হাজার ৭০২ জন। বাকি ২৭ হাজার ৪১৯ জন বিভিন্ন উপজেলার। আর মারা যাওয়া ১ হাজার ২৫১ জনের মধ্যে ৬৯৬ জন চট্টগ্রাম নগরের। ৫৫৫ জন বিভিন্ন উপজেলার।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৬ সেপ্টেম্বর ২০২১