নাটক

ওয়েবে চঞ্চলের নতুন চমক

ঢাকা, ০৫ সেপ্টেম্বর – আমাদের দেশে ওয়েব কনটেন্টের যাত্রা খুব পুরনো নয়। এ সময়ে সবচেয়ে আলোচিত কনটেন্টগুলোর মধ্যে চঞ্চল চৌধুরীর কাজগুলো অন্যতম। সৈয়দ জামান সাওকীর ‘তকদীর’ দিয়ে রীতিমতো হইচই ফেলে দেন বাংলাদেশ ও কলকাতায়। এরপর তিনি একে একে গিয়াসউদ্দিন সেলিমের ‘যাত্রী’, তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘কন্ট্রাক্ট’, রবিউল আলম রবির ‘ঊনলৌকিক’ ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকের মুগ্ধ করেছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর প্রথম ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’। সম্প্রতি কাজের কথা হয়েছে ওপার বাংলার প্রখ্যাত গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন চৌধুরীর ওয়েব সিরিজে। তবে এরই মধ্যে ওয়েবে নতুন চমক নিয়ে হাজির এই গুণী অভিনেতা। সাধারণত ওয়েব সিরিজ অল্প কয়েক পর্বে শেষ হয়ে যায়। বিদেশের কিছু ওয়েব সিরিজের আবার একাধিক কিস্তিও আসে। কিন্তু আমাদের দেশের নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করছেন দীর্ঘ ওয়েব সিরিজ ‘রূপকথা নয়’। নির্মাতা জানান, ‘এটি রোমান্টিক থ্রিলার ঘরানার সিরিয়াল। ঢাকা শহরের এক মাল্টিমিলিয়নিয়ার গল্পের প্রধান চরিত্র। তার কিছু গোপন অপরাধসহ বিভিন্ন বিষয় বেশ বড় পরিসরে তুলে ধরা হবে এই ধারাবাহিকে। সেই চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তাকে ঘিরে গল্প ঘুরপাক খাবে। সিরিজটি হবে শতাধিক পর্বের। গতকাল থেকে ঢাকার পাশর্^বর্তী এলাকায় শ্যুটিং শুরু হয়েছে।’

চঞ্চল চৌধুরী গতকাল সন্ধ্যায় বলেন, ‘চরিত্রের মধ্যেই ডুবে আছি। একটু আগেই একটি দৃশ্য শেষ করেছি। নতুন আরেকটি দৃশ্যের প্রস্তুতি চলছে। কেবল একদিন শ্যুটিং হচ্ছে। তাই এখনই শ্যুটিং অভিজ্ঞতার কথা বিস্তারিত বলা যাচ্ছে না। যেটুকু কাজ হয়েছে ভালো লেগেছে। যত্ন নিয়ে কাজটি করছেন নির্মাতা।’ ওয়েব সিরিয়ালের গল্প ও নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি দেশের করপোরেট জগতের গল্প। এখানে আমি একজন প্রভাবশালী করপোরেট ব্যক্তিত্ব। তাকে ঘিরেই গল্পটি আবর্তিত। ওয়েবের একটি কাজের জন্য কমপক্ষে দেড়-দুই মাস আগে থেকেই আলোচনা হয়। সেই চরিত্রের মধ্যে ঢোকার জন্য নানা ধরনের প্রস্তুতি থাকে; বিশেষ করে লুক সেট করার একটি বিষয় থাকে। এ কাজের ক্ষেত্রেও সেই বিষয়গুলো হয়েছে। গল্পটি আমার খুব পছন্দ হয়েছে বলেই কাজ করছি। বাকিটা দর্শক দেখে বলবেন। তবে আমি বেশ আশাবাদী। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ প্রথমবার বাংলাদেশে ওয়েব সিরিয়াল নির্মাণ করছে। জি ফাইভেই মুক্তি পাবে “রূপকথা নয়” সিরিজটি।’

এই ওয়েব সিরিয়ালে আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, জান্নাতুল সুমাইয়া হিমি, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, সাইদ বাবুসহ অনেকেই। নির্মাতা সূত্রে জানা গেছে, ধীরে ধীরে এই ওয়েব সিরিয়ালে আরও অনেক জনপ্রিয় তারকা যুক্ত হবেন। সিরিজে একটি নতুন লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তিনি সচরাচর সেলুনে যান চুল কাটাতে। কিন্তু গত শুক্রবার গিয়েছিলেন ভিন্ন প্রয়োজনে। কয়েক ঘণ্টা সেখানে তার সঙ্গে ছিলেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। নতুন চরিত্রে প্রবেশের জন্য সেলুনটায় চলছিল রূপসজ্জার প্রস্তুতি। চঞ্চলকে এবার দেখা যাবে ঢাকার এক ধনকুবেরের চরিত্রে। দোদুল বলেন, ‘এক মাল্টিমিলিয়নিয়ারের কেমন লুক হবে, সেটা নিয়ে আমরা ভেবেছি।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘কয়েক দিন ধরে নতুন চরিত্রটির মধ্যেই আছি। কতটা ভিন্নতা আনা যায়, সেই চেষ্টা করছি। চরিত্র নিয়ে কথা বলা বারণ। আমি চাই, দর্শক পর্দায় নতুন আমাকে দেখুক। আগেই চরিত্রের বৈশিষ্ট্য জেনে গেলে তো মজাই শেষ হয়ে যায়।’

এদিকে আগামী অক্টোবরে শ্যুটিং হওয়ার কথা অঞ্জন দত্তর সিরিজটির। এ বিষয়ে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘শ্রদ্ধেয় অঞ্জন দত্তর সঙ্গে আমার এরই মধ্যে কয়েকবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজ শুরু করব। আর এটাও সত্যি যে তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। বাদবাকি সব সময়ের ওপর নির্ভর করছে। তবে মনে হচ্ছে এ কাজটা হয়তো করা হবে।’

এর পর পরই তিনি শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ওয়েব সিরিজ ‘বলি’র কাজে অংশ নেবেন। এটা শেষ করেই তিনি একই পরিচালকের ওয়েভ ফিল্মেও কাজ করবেন। তারপর তানিম নূরের পরিচালনায় অন্য একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে চঞ্চল চৌধুরীর।

এম এস, ০৫ সেপ্টেম্বর

Back to top button