ক্রিকেট

করোনায় আক্রান্ত ভারতের কোচ রবি শাস্ত্রী

নয়াদিল্লী, ০৫ আগস্ট – ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের মাঝপথে করোনাভাইরাসে আক্রান্ত হলেন সফরকারী দলের কোচ রবি শাস্ত্রী। পূর্বসতর্কতা হিসেবে তাকেসহ আরো তিন সাপোর্ট স্টাফকে আইসোলেশনে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই।

শনিবার সন্ধ্যায় নিয়মমাফিক করোনা টেস্টের রিপোর্টে জানা গেছে, পজিটিভ হয়েছেন রবি। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকেও আলাদা রাখা হয়েছে।

ভারতীয় দলের অন্যরা দুটি এন্টিজেন টেস্টে নেগেটিভ হওয়ায় চতুর্থ দিন ওভালে মাঠে নামতে পারবেন।

ওভালে চলছে চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট ১০ সেপ্টেম্বর। করোনা প্রটোকল অনুযায়ী কমপক্ষে ১০ দিন আইসোলেশনে থাকতেই হবে। তাতে করে প্রধান কোচকে ছাড়াই এই সিরিজ শেষ করতে হবে বিরাট কোহলিদের।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৫ আগস্ট

Back to top button