দক্ষিণ এশিয়া

পাঞ্জশিরে সংঘর্ষে ৬০০ তালেবান নিহতের দাবি বিদ্রোহীদের

কাবুল, ০৫ আগস্ট – আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় তালেবানের প্রায় ৬০০ সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। রুশ গণমাধ্যম স্পুতনিকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি গতকাল এক টুইটে বলেন, পাঞ্জশির বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে। এক হাজারের বেশি তালেবান আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে।

এনআরএফের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালেবান সমস্যায় আছে।

এদিকে তালেবানের একটি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, পাঞ্জশির দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এনআরএফের বিরুদ্ধে তালেবানের আক্রমণের গতি কমে গেছে। কারণ, এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ আগস্ট

Back to top button