ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ, ০৫ সেপ্টেম্বর – ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মারা যান। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ও অপরজন শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাসিন্দা ছিলেন। অপরদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই ময়মনসিংহ জেলার।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪০ জন। এর মধ্যে ৭ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.০০৯ শতাংশ।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button