তালেবানের নতুন সরকার নিয়ে যা বললেন মোল্লা বারাদার
কাবুল, ০৫ আগস্ট – ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানে নতুন একটি সরকার গঠনের উদ্যোগ নেয় তালেবান। সর্বশেষ ৪ সেপ্টেম্বর সরকার গঠনের কথা থাকলেও সেটিও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে দলটি। দলের পক্ষ থেকে এর কোনও কারণ ব্যাখ্যা করা না হলেও দৃশ্যত অন্তর্ভুক্তিমূলক সরকারের রূপরেখা চূড়ান্ত করতে না পারার কারণেই তারিখ পেছানোর মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং কাতারে দলটির রাজনৈতিক দফতরের প্রধান মোল্লা আব্দুল গণি বারাদারের সঙ্গে কথা বলেছে আল জাজিরা।
মোল্লা আব্দুল গণি বারাদার বলেন, তার দল আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য আমরা সংগ্রাম করছি। সরকার প্রত্যেক নাগরিকের প্রতি দায়বদ্ধ। সবার নিরাপত্তা দেওয়া হবে। বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন তথা অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপত্তার প্রয়োজন রয়েছে।
প্রবীণ এই তালেবান নেতা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আমরা অন্যান্য সমস্যা কাটিয়ে উঠবো। এ থেকেই অগ্রগতির চাকা সূচিত হবে।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৫ আগস্ট