গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৫ মৃত্যু
চট্টগ্রাম, ০৫ সেপ্টেম্বর – চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১২০ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যু বেড়ে ১ হাজার ২৪৬ জনে এবং শনাক্ত ১ লাখ ৪৫ জনে দাঁড়িয়েছে।
রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের নমুনায় করোনা ধরা পরে। শনাক্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
উপজেলাগুলোর মধ্যে- আনোয়ারা, পটিয়া, বোয়ালখালীর একজন করে, চন্দনাইশের সাতজন, বাঁশখালীর ১৫ জন, রাউজানের তিনজন, হাটহাজারীর পাঁচজন, সীতাকুণ্ডের দুইজন ও মিরসরাইয়ের ১৩ জন রয়েছেন। মারা যাওয়া সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ জন। তাদের মধ্যে নগরীর ৭২ হাজার ৬৫২ জন। বাকি ২৭ হাজার ৩৯৩ জন বিভিন্ন উপজেলার। মারা যাওয়া ১ হাজার ২৪৬ জনের মধ্যে ৬৯৫ জন চট্টগ্রাম নগরীর। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৫১ জন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ সেপ্টেম্বর ২০২১