ক্রিকেট

রোহিতের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ভারত

লন্ডন, ০৫ আগস্ট – ওভাল টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছেন সফরকারীরা। রোহিত শর্মার স্পেশাল সেঞ্চুরিতে ১৭১ রানের লিড নিয়েছে ভারত। আর তাতেই তৃতীয় দিন শেষে চালকের আসনে বিরাট কোহলির দল।

ওভালে সেঞ্চুরি পাওয়ার আগে ভারতের হয়ে রোহিতের সেঞ্চুরির সংখ্যা ছিল সাতটি। তবে ওভালে রোহিতের করা এই সেঞ্চুরিটি তার জন্য স্পেশাল হয়েই আছে। কারণ, দেশের বাইরে এটিই রোহিতের প্রথম সেঞ্চুরি। শনিবার তার ১২৭ রানের ওপর ভর করেই ভারত দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে।

ওভাল টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর হাফসেঞ্চুরির দেখা পান রোহিত। শুরুতে ধীরস্থিরভাবে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৮৩ রানে ওপেনার লোকেশ রাউলকে হারানোর পর দ্বিতীয় উইকেটে চেতশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে ১৫৩ রানের জুটি গড়েন। পূজারা ৬১ রানে আউট হলে সঙ্গীকে হারিয়ে ফিরে যান রোহিতও। ২৫৬ বলে ১৪ চার ও ১ ছক্কায় রোহিত রবিনসনের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বাকি সময়টা বিরাট কোহলি (২২) ও রবীন্দ্র জাদেজা মিলে (৯) কাটিয়ে দেন।

ইংলিশ বোলারদের মধ্যে রবিনসন দুটি উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

এর আগে প্রথম ইনিংসে ভারত রবিনসন ও ক্রিস ওকসের তোপে পড়ে ১৯১ রানে আউট হয়। জবাবে ইংল্যান্ড ওলি পোপ (৮১) ও ক্রিস ওকসের (৫০) রানের ওপর ভর করে ২৯০ রান করে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৫ আগস্ট

Back to top button