ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড পছন্দ হয়নি পন্টিংয়ের

ক্যানবেরা, ০৪ সেপ্টেম্বর – পাঁচবারের ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কখনো জিততে পারেনি টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের মুকুট। এবার কী অ্যারন ফিঞ্চের হাতে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা। প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে খুশি নন দলটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

তার মতে স্কোয়াডে ফিনিশারের অভাব রয়েছে। যা অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে ভোগাতে পারে। এছাড়া যারা ব্যাটসম্যান আছে তারা প্রত্যেকেই টপ অর্ডারের ব্যাটসম্যান। নিচের সারির ব্যাটসম্যান না থাকা বড় সমস্যা হিসেবে দেখছেন পন্টিং।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি দলে যারা আছে তারা প্রত্যেকেই বিগ ব্যাশে এক, দুই ও তিন নম্বর ব্যাটসম্যান। যারা প্রত্যেকেই রান করে। তাদের অংশগ্রহণ বিশ্বকাপে দারুণ হবে। তবে যারা বিগ ব্যাশে পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করে তারা কিন্তু টি-টোয়েন্টি দলে নেই।’

‘আমার দেখা সেরা ফিনিশারদের মধ্যে অবশ্যই থাকবে কাইরন পোলার্ড, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া যারা টি-টোয়েন্টিতে দারুণ। ওই ধরণের পজিশনে তারা অনন্য। কিন্তু আমাদের দলে তেমন মারমুখী ব্যাটসম্যান নেই। এমন ক্রিকেটার লাগবে তারা ১৫ বলে ৩০ রান তুলে দিতে পারবে।’

পন্টিং অলরাউন্ডার মার্কন স্টনিয়েসের কথা বলেছেন। তার মতে, স্টনিয়েস আইপএলে দারুণ কিছু করে অস্ট্রেলিয়া দলেরও সমস্যার সমাধান করতে পারবে। পন্টিং বলেন, ‘সে কঠোর পরিশ্রমী। দিল্লিতে আমার অধীনে ভালো করছে। তার মাথা খোলা আছে। জানে কোন সময় কি করতে হবে।’

২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জিতেয়েছিলেন রিকি পন্টিং। তার নেতৃত্বে ২০০৭, ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল অজিরা। কিন্তু সাফল্য পাননি।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৪ সেপ্টেম্বর

Back to top button