দক্ষিণ এশিয়া

পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে ধুয়াশা

কাবুল, ০৪ আগস্ট – আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে ধুয়াশা দেখা দিয়েছে। উভয় পক্ষেরই দাবি এই উপত্যকার নিয়ন্ত্রণ তাদের হাতে। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে দেখা যায়, চারদিন ধরে চলমান এই লড়াইয়ে এ পর্যন্ত শতাধিক নিহত হয়েছেন। এছাড়া লড়াইও অব্যাহত রয়েছে।

তবে তালেবান বাহিনীর দাবি, পাঞ্জশিরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) পতন হয়েছে এবং প্রদেশটি এখন তাদের নিয়ন্ত্রণে।

তালেবান বাহিনীর এক কমান্ডার বলেন, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমরা পুরো আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছি। বিদ্রোহীরা পরাজিত হয়েছে এবং পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।

অন্যদিকে, এনআরএফ জানিয়েছে- পাঞ্জশিরের দখল নিতে আসা সশস্ত্র তালেবান রক্ষীরা পিছু হটেছে এবং যারা এখনও রয়ে গেছে, তারা দ্রুত আত্মসমর্পণ করবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এনআরএফের মুখপাত্র আলি নাজারি পরিস্থিতি সম্পর্কে বলেন, পাঞ্জশিরের দখল নিতে আসা তালেবান বাহিনীর একটি অংশ ইতোমধ্যে পিছু হটেছে এবং কয়েকশ তালেবান রক্ষী আটকা পড়েছে। আটকা পড়া এই রক্ষীরা জানিয়েছে, তারা আত্মসমর্পণ করতে চায়। এই মুহূর্তে (পাঞ্জশিরে) এ বিষয়ক আলোচনা চলছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ আগস্ট

Back to top button