রাজশাহী

রামেকে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী, ০৪ সেপ্টেম্বর – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ২ জনের এবং উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ৫ জন মারা গেছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত একদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে পাঁচজন মারা যান। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং তিনজন নারী। তাদের বয়স ১১ থেকে ৬০ বছরের মধ্যে।

এই সময় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১০৯টি নমুনা পরীক্ষায় ৫ জন শনাক্ত হয়েছেন।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন। মোট ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪২ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ সেপ্টেম্বর ২০২১

Back to top button