ফ্যাশন

বর্তমান সময়ে ডিজাইনারদের প্রিয় ম্যাক্সি ড্রেস

বর্তমানে ফ্যাশন বিশ্বে নারীদের অন্যতম পছন্দ ম্যাক্সি ড্রেস। গ্রীষ্মে এবং ছুটির দিনের জন্য এটি সবচেয়ে মানানসই। এছাড়া এটি পরলে এর সাথে আর পায়জামা বা প্যান্টস পরার দরকার হয় না। এজন্য ম্যাক্সির দৈর্ঘ্যও একটি বড় ব্যাপার এবং নানান রকম স্টাইলে এটি পরা যায়। বর্তমান সময়ে ডিজাইনারদের কাছেও এটি বেশ প্রিয়। চলুন দেখা যাক বর্তমান সময়ের জনপ্রিয় ডিজাইনাররা এটি নিয়ে কে কী বলছেন।

ডিজাইনার প্রিয়া কাটারিয়া পুরি বলেন, ‘সিলুয়েট থেকে শুরু করে, প্লীট থেকে স্ট্রাইপ, মেটালিক থেকে মনোক্রম, এই সিজনের সাধারণ পোশাক হিসেবে ম্যাক্সি হচ্ছে সর্বোচ্চ ট্রেন্ড। আপনি যদি ডেয়ারিং কোন ট্রেন্ড বেছে নিতে চান, তাহলে লেস ভিতরের দিকে এমন অথবা পাশ দিয়ে চিরা ম্যাক্সি শপিং করতে পারেন। আমার প্রিয় হচ্ছে উবার হাই স্লিটের সাথে ডেনিম ম্যাক্সি স্কার্ট এবং এর সাথে আমি পরি হাতে বোনা টপস এবং টাই-আপ স্যান্ডেল। কোন রবিবার কিংবা কোন ফেস্টিভালের জন্য এটাই আমার প্রিয়।’


ডিজাইনার কিন্নারি কামাত এবং সাকশা পরখ বলেন, ‘একটি সাধারণ এ-লাইন ম্যাক্সি এখন হেমলাইন, গঠন এবং সিলুয়েট অনুযায়ী অনেক স্টাইলে পাওয়া যাচ্ছে। এই সিজনের জন্য টপ ৫ এর মধ্যে আছে প্লীটেড ম্যাক্সি ড্রেস যার মাধ্যমে সামার ভাবটি ফুটে ওঠে। এছাড়া সেক্সি লুকের জন্য অফ-দ্য-শোল্ডার ম্যাক্সি, বোহেমিয়ান লুকের জন্য ড্রপ ওয়েস্ট ম্যাক্সি, নিজেকে বোল্ডভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন কালারফুল এবং প্রিন্টেড ম্যাক্সি, কিংবা আপনি কোনকিছুই কেয়ার করেন না এমনভাবে উপস্থাপনের জন্য পরতে পারেন স্প্যাগেটি স্ট্রাইপড ম্যাক্সি।

যাই হোক, ম্যাক্সি ড্রেসের জন্য দৈর্ঘ্য খুবই গুরুত্বপূর্ণ। বিব্রতকর দৈর্ঘ্যের ম্যাক্সির চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। মনে রাখতে হবে, ম্যাক্সির দৈর্ঘ্য যদি গোড়ালি পর্যন্ত না হয়, তাহলে সেটা ম্যাক্সি ড্রেস না, অন্য কিছু।’


ডিজাইনার সিদ্ধার্থ টাইটলার বলেন, ‘আপনি এমন কিছু চান না যেটা পরে আপনি কয়েক ঘন্টা আরামদায়ক অনুভব করতে পারবেন না। এমন কিছু বেছে নিন যেটা স্টাইলের সাথে পরেও ভালোভাবে থাকতে পারবেন।’ ম্যাক্সি ড্রেস নিয়ে তিনি বলেন, ‘একটি চওড়া অথবা চিকন বেল্ট ম্যাক্সি ড্রেসের সাথে ভালো মানায়। একটি ঢোলা অথবা প্লীটেড ম্যাক্সি ড্রেসের সাথে চিকন বেল্ট ভালো মানায়।

আবার স্ট্র্যাপলেস ম্যাক্সির সাথে চওড়া বেল্ট মানানসই। প্লেইন হল্টারনেক ম্যাক্সির সাথে লম্বা ইয়াররিং ভালো মানায়। লম্বা হাতাযুক্ত রাউন্ড নেক ম্যাক্সির সাথে বড় নেকলেস পরা যেতে পারে। প্রিন্টেড ম্যাক্সির সাথে খুব বেশি জুয়েলারির প্রয়োজন হয় না যদি না সেটা খুব ভালো মানায়।’

ক্যারোজল থেকে ডিজাইনার শিমরন আরিয়া বলেন, ‘ম্যাক্সি ড্রেস সবাইকেই ভালো মানায়। এর জন্য এই গাইডলাইন মেনে চলা যেতে পারে- আপনি যদি বড় বক্ষের অধিকারী হন, তাহলে স্ট্র্যাপলেস কিংবা রাফেলড এবং প্লীটেড পরিহার করুন। আর আপনি যদি চিকন গড়নের হন, তাহলে এ-লাইন অথবা ইম্পায়ার ওয়েস্টলাইন বেছে নিন। এছাড়া প্রিন্টের ম্যাক্সি মোটাদের চেয়ে চিকনদেরই ভালো মানায়।’

এম ইউ

Back to top button