ঢাকা

যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা, ০৪ আগস্ট – আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বিলুপ্ত করা।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাক্ষর করা ওই চিঠি আজ (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠিয়েছে যুবলীগ।

চিঠিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৪ আগস্ট

Back to top button