দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে দূতাবাস চালু রাখবে চীন

কাবুল, ০৩ সেপ্টেম্বর – আফগানিস্তানে দূতাবাস চালু রাখবে চীন। শুক্রবার তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে শাহিন বলেছেন, কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের সদস্য আব্দুল সালাম হানাফি চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাবুল তাদের দূতাবাস তারা চালু রাখবেন। তিনি আরও জানিয়েছেন, আমাদের সম্পর্ক অতীতের চেয়ে বেশি উষ্ণ হবে। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে আফগানিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

তালেবান মুখপাত্র বলেছেন, ‘চীন মানবিক সহায়তা অব্যাহত রাখবে ও আরও বাড়াবে, বিশেষ করে কোভিড-১৯ চিকিৎসায়।’

এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে বেইজিংয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৩ সেপ্টেম্বর

Back to top button