দক্ষিণ এশিয়া

তালেবান যোদ্ধাদের পুনরায় প্রশিক্ষণ ও একত্রীকরণে কাজ করবে পাকিস্তান

ইসলামাবাদ, ০৩ আগস্ট – আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়া তালেবান যোদ্ধাদের পুনরায় প্রশিক্ষণ ও একত্রীকরণে কাজ করবে পাকিস্তান। দেশটির একজন সিনিয়র কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ কথা জানান।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। ইসলামাবাদ বলছে, আফগান-পাকিস্তান সীমান্তে জঙ্গি হামলার ভয় বেড়েছে।

পাকিস্তানের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পরবর্তী দুই তিন মাস সময়টা সংকটাপন্ন।

‘আমরা তালেবানের ভূখণ্ড নিয়ন্ত্রণের জন্য তাদের সেনাবাহিনী পুনর্গঠনে সহযোগিতা করব’।
বিবিসির প্রতিবেদনে বলা হয়ছে, পাকিস্তানের পরিকল্পনা রয়েছে, আফগানিস্তানের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সদস্যদের পাঠানো। খুব সম্ভবত, তালেবান কর্তৃক আফগান সেনাবাহিনী পুনর্গঠনে পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা (আইএসআই) কাবুলকে সাহায্য করবে।

ওই কর্মকর্তা বলেন, আমরা তালেবান সরকারকে স্বীকৃতি দেই বা না দেই, আফগানিস্তানের স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৩ আগস্ট

Back to top button